এক নজরে
30000অনুসারী
60দক্ষ শিক্ষক
2240শিক্ষার্থী
215কোর্স
“করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে অনলাইন শিক্ষার কোন বিকল্প নেই । রংপুর বিভাগ সহ সারাদেশের গুণী শিক্ষক বৃন্দ প্রতিনিয়ত তাদের গবেষনা লব্ধ কন্টেন্ট ও কোর্সগুলি রংপুর অনলাইন স্কুলের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে প্রচার করে যাচ্ছেন । শিক্ষার্থীবৃন্দ তাদের প্রয়োজনমত গ্রহণ করে চলেছে । আমি অভিভূত । এভাবেই আমাদের শিক্ষা সমৃদ্ধতা পাচ্ছে । সকলের শুভ কামনা করছি ।”
প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপাচ্যার্য, নর্দান ইউনিভার্সিটি, ঢাকা।
আমাদের লক্ষ্য
কোভিড-১৯ এর কারণে সৃষ্ট বর্তমান বৈশ্বিক মহামারি এবং মহামারি পরবর্তী সময়ে রংপুর বিভাগ তথা সমগ্র দেশের শিক্ষার্থীদের একটি অভিন্ন প্লাটফর্মে যুগোপযোগী শিক্ষা দান রংপুর অনলাইন স্কুলের প্রধান লক্ষ্য।আমরা বিশ্বাস করি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা অসীম । সে বিশ্বাসের যায়গা থেকে এবং দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালনের জন্য সৃষ্টি হয়েছে রংপুর অনলাইন স্কুলের ।
এই প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা দেশসেরা শিক্ষকদের সাথে মিথস্ক্রিয়া ঘটাতে পারবে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে এই কামনায় ।
আমাদের কর্তব্য
- ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দান নিশ্চিতকরণ
- শিক্ষক-ছাত্র মিথস্ক্রিয়া নিশ্চিতকরণ
- কোর্স চলাকালীন শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিতকরণ
- কোর্স শেষে স্মারক সনদ প্রদান
- সর্বোপরি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ
আমাদের কর্মীদল
Sadhan Verma
Khurshiduzzaman Ahmed
Founder