সংগঠিত হোন
কোর্স ইন্সট্রাক্টর হবার জন্য প্রথমেই প্রয়োজন জ্ঞান প্রদানের প্রতি আবেগ এবং প্রজ্ঞা ।
শুরুতে কোর্সের বিষয় নির্বাচন করুন এবং নির্বাচিত বিষয়ের কোর্স পরিকল্পনা করুন।
আমাদের সহযোগিতা
রংপুর অনলাইন স্কুল-এ ইন্সট্রাক্টর হিসেবে গড়ে ওঠার আলাদা কোর্স রয়েছে, কোর্সটি সম্পূর্ণ করুন এবং হয়ে উঠুন একজন সফল কোর্স ইন্সট্রাকটর । লাইট,ক্যামেরা,এ্যাকশন
একটি ভিডিও ক্যামেরা বা স্মার্টফোন দিয়েই তৈরি করুন কোর্স কনটেন্ট। আপনার ডিভাইসের সাথে একটি মাইক্রোফোন যুক্ত করে ঘরে বা বাইরে যেকোন যায়গায় বসেই তৈরি করুন আপনার কনটেন্ট।
ক্যামেরা ভীতি? তাহলে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করে তৈরি করুন আপনার কনটেন্ট।
গুনগতমান নিয়ন্ত্রণ
শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনই রংপুর অনলাইন স্কুলের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। তাই শিক্ষার্থীবান্ধব কনটেন্ট নির্মাণ একজন ইন্সট্রাক্টরের প্রধান কাজ।
এছাড়াও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে কোর্সের সাথে শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়া বজায় রাখুন।